মনে রাখবেন সোমার ডায়েরী পেজটি শুধুমাত্র শখের জন্য করা। এটি কোন ব্যবসায়িক পেজ না। তাই কোন অ্যাডমিনকে কোন রকম বেতন বা সম্মানী দেয়া হয়না।
নতুন অ্যাডমিনদের ক্ষেত্রে প্রথম ১ মাস ট্রায়াল পিরিয়ড হিসেবে গণ্য হবে। এই ১ মাসের মধ্যে যে কোন সময় তাকে অ্যাডমিন হিসেবে বাদ দেয়া হতে পারে। এ ব্যাপারে কোন আপত্তি প্রহনযোগ্য হবে না। বাদ পড়লে মন খারাপ করা যাবে না। আমাদের নিয়মগুলো ভালাভাবে দেখে নিন
১। শুধুমাত্র কষ্টের পোস্ট করা যাবে। পোস্টের সাথে অবশ্যই ক্যালিগ্রাফি/টাইপোগ্রাফি ধরনের ছবি যোগ করতে হবে। (ছবিটি আকর্ষণীয় হতে হবে।) শুধু লেখা বা শুধু ছবি পোস্ট করা যাবে না। ক্যালিগ্রাফি/টাইপোগ্রাফি ছবি ছাড়া অন্য কোন রকম ছবি পোস্ট করা যাবে না। ক্যালিগ্রাফি/টাইপোগ্রাফি ছবির ব্যাপারে না জানলে আমাদের পেজের পোস্টগুলো দেখুন।
২। লেখা অবশ্যই বাংলায় হতে হবে। লেখা নিজেকেই লেখতে হবে। লেখা কোনভাবেই কপি করা যাবে না। তবে কোন লেখা ভাল লাগলে তা সম্পূর্ণ নিজের ভায়ায় গুছিয়ে লিখে (হুবহু কপি না) পোস্ট করা যাবে। কোন রকম “সংগৃহিত” বা “কপি” পোস্ট করা যাবেনা।
৩। প্রতিদিন সুবিধাজনক সময় কমপক্ষে একটা সিডিউল পোস্ট করতে হবে। (বিশেষ কারণে মাঝে মাঝে পোস্ট করতে ব্যর্থ হলে সমস্যা নাই)। কিন্তু নিয়মিত পোস্ট করার চেষ্টা করতে হবে। প্রতিমাসে কমপক্ষে ৩০ টা পোস্ট না হলে সদস্যপদ বাতিল হতে পারে।
৪। সিডিউল পোস্ট এর সময় হবে যে কোন জোড় সময়। যেমন, সকাল 10 টা, দুপুর ২ টা, বিকাল ৪ টা, রাত ৮ টা এবং রাত ১০ টা এরকম জোড় সংখ্যার সময়। সিডিউল একদমই ফাঁকা না পেলে তখন জোড় বা বিজোড় যে কোন ঘন্টায় পোস্ট করা যাবে। সিডিউল পোস্টের বিস্তারিত নিয়ম শিখিয়ে দেয়া হবে।
৫। শুধুমাত্র অ্যাডমিনদের জন্য একটা চ্যাট গ্রুপ আছে। সেখানে জয়েন থাকতে হবে এবং জয়েন হওয়ার পরে সবার সাথে পরিচিত হওয়ার জন্য শুধুমাত্র প্রথমবার ভয়েজ ম্যাসেজের মাধ্যমে নিজের পরিচয় দিতে হবে। অন্য সব অ্যাডমিনদের সাথে বন্ধুসুলভ ব্যবহার বজায় রাখতে হবে। অ্যাডমিনদের এই চ্যাট গ্রুপে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিদিন অন্তত ১০ টি ম্যাসেজ করতে হবে। বলার মত কোন কথা না থাকলেও “কেমন আছেন”, “কি খবর” এরকম কুশল বিনিময় জাতীয় টেক্সট করতে হবে।
৬। পেজের কোন পোস্টে অন্য কোন পেজকে বা আইডিকে ট্যাগ করা যাবে না। লিঙ্গ বৈষম্যমূলক বা এককভাবে নারী বা পুরুষকে মহান বলে প্রচার করা হয় এমন পোস্ট করা যাবে না।
৭। পোস্টের জন্য লেখা এবং ছবি অ্যাড করার পর লেখার নিচে আপনার নাম “#” হ্যাস ট্যাগ দিয়ে বাংলায় লিখে দিবেন। এ ক্ষেত্রে আপনি চাইলে আপনার নিজের নাম অথবা নিজের ইচ্ছামত একটা নির্দিষ্ট ছদ্মনাম ব্যবহার করতে পারেন। (বুঝতে না পারলে পেজের পোস্টগুলো দেখুন)।
৮। সোমার ডায়েরীর কোন অ্যাডমিন অন্য কোন পেজে অ্যাডমিন হতে চাইলে অবশ্যই কতৃপক্ষকে জানাতে হবে এবং অনুমতি সাপেক্ষে অন্য পেজের অ্যাডমিন হতে পারবে। নিজের পেজের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
৯। বিশেষ শতর্কতা এবং অবশ্য পালনীয়ঃ মরা, মারা,কাটা, আত্মহত্যা, সুইসাইড, হত্যা, মার্ডার, শয়তান, পাগল, বলদ, বেয়াদব, বদমাশ, লাথি, কুত্তা, খুন, অত্যাচার, জবাই, মারবো, কাটবো, থাপড়, খারাপ,উষ্টা, ভাঙ্গা, বিভিন্ন ধরনের গালি, এবং নেগেটিভ বা নেতিবাচক যে কোন শব্দ সরাসরি পোস্টে লেখা যাবে না। এসব শব্দ ব্যবহার করার দরকার হলে তা আলাদা করে লেখতে হবে। যেমন আত্মহত্যা লেখতে চাইলে সরাসরি না লেখে “আত্মহ*ত্যা” বা “আ’ত্ম’হ’ত্যা” এভাবে মাঝখানে বিশেষ কোন চিহ্ন দিয়ে আলাদা করে লেখতে হবে।